কম দামের ২ ফোন আনছে শাওমি
ছবিঃ সংগৃহিত।
চীনের শাওমি বাজারে নতুন দুই ফোন আনছে। যার মডেল রেডমি এ৪ এবং রেডমি নোট ১৪ সিরিজ। উভয় ফোনেই ৫জি কানেক্টিভিটি পাওয়া যাবে।
রেডমি এ৪ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। এই ফোনের দাম ভারতে ১০ হাজার রুপির মধ্যেই হবে। অর্থাৎ বেশ সস্তায় ৫জি ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। আর এটা স্পষ্ট যে এই ফোন একটি বাজেট ৫জি স্মার্টফোন হতে চলেছে। এর পাশাপাশি রেডমি নোট ১৩ সিরিজের সাকসেসর হিসেবে রেডমি নোট ১৪ সিরিজও ভারতে লঞ্চ হতে চলেছে।
শোনা যাচ্ছে, রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর মাসেই। অন্যদিকে রেডমি নোট ১৪ সিরিজ ডিসেম্বর মাসে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও। অন্যদিকে শাওমি ১৫ সিরিজও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই বছর নয়, আগামী বছর। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শাওমি ১৫ সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও।
রেডমি নোট ১৪ সিরিজ চীনে লঞ্চ হয়েছে সেপ্টেম্বর মাসে। এই সিরিজের ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেডমি নোট ১৪ প্রো প্লাস এবং রেডমি নোট ১৪ প্রো - এই দুই ফোনে রয়েছে যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ এবং ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট।
রেডমি নোট ১৪ প্রো ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা। অন্যান্য মডেলে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেডমি প্রো প্লাস মডেলে রয়েছে ৬২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে প্রো মডেলে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট।
রেডমি এ৪ ৫জি ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ৪ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।