১৬ মাস পর ক্রিকেটে ফিরলেন ইবাদত

১৬ মাস পর ক্রিকেটে ফিরলেন ইবাদত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে চোটে পড়েন ইবাদত হোসেন। পরে ডানহাতি এই পেসারের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। দুর্ভাগ্যজনকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-২০ বিশ্বকাপে তার খেলা হয়নি। বাংলাদেশের আন্তর্জাতিক সূচি তো বটেই, বিপিএল, ডিপিএলেও তিনি খেলতে পারেননি। 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ইবাদত। শনিবার সিলেট বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে খুলনা ডিভিশনের বিপক্ষে তাকে দেখা যাবে।

গত শুক্রবার রাতে ফেসবুক পোস্টে ইবাদত লিখেছিলেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার আমার ক্রিকেট যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধুদের এবং যারা আমাকে সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার সকল বিসিবি ফিজিও/প্রশিক্ষক এবং বিসিবি কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’

এনসিএলের তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট বিভাগ। তিন ম্যাচে ২ জয়ের পাশাপাশি দলটির রয়েছে একটি ড্র।  

আসন্ন বিপিএলে ইবাদতকে দলে টেনেছে ফরচুন বরিশাল। সেখানে খেলার পর আবার তার জন্য খুলে যেতে পারে বাংলাদেশের হয়ে খেলার দরজা। তবে এর আগে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নির্বাচকরা তাকে বিবেচনা করবেন কিনা, সেটি নিশ্চিত নয়।