সমতায় শেষ চেলসি-আর্সেনালের লন্ডন ডার্বি
সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসির বিপক্ষে মামঠে নেমেছিল আর্সেনাল। লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকা গানাররা কাল চেলসির মাঠে খেলতে নেমেছিল জয়ে ফেরার লক্ষ্য নিয়ে। দ্বিতীয়ার্ধে এক গোল করে সে লক্ষ্যে এগিয়েই গিয়েছিল দলটি, তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেননি মিকেল আর্তেতার শিষ্যরা, ফলে মাঠ ছাড়তে হয়ে ড্র নিয়েই।
ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচে প্রথমে আক্রমণে যায় চেলসিই। ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন কোল পামার, তবে জালের দেখা পাননি তিনি। এরপর প্রথমার্ধে আরও বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি, তবে সেসব কাজে লাগাতে পারেনি তারা।
এদিকে ম্যাচের ২৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে নেয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন মার্তিনেল্লি। তবে তার নেয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস। এর মিনিট তিনেক পরই কাই গ্যাভার্টজ বল পাঠিয়েছিলেন জালে, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে দুই দলই আক্রমণাত্মক খেলে। ম্যাচের ৬০ মিনিটে সফলতা পায় আর্সেনাল। চোট কাটিয়ে ফেরা মার্টিন ওডেগার্ডের পাসে বল পেয়ে দারুণ এক শটে জালের দেখা খুঁজে নেন মার্তিনেল্লি।
লিড নিয়ে আক্রমণে জোর বাড়ায় আর্সেনাল। তবে উল্টো গোল হজম করে বসে দলটি। ৭০তম মিনিটে এনসো ফের্নান্দেসের দেয়া পাসে বল পেয়ে জাল খুঁজে নেন পেদ্রো নেতো। ম্যাচে সমতা ফেরার পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়াই করেছে, তবে গোলের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় সমতায়। এই ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে টেবিলের তিনে। সমান পয়েন্ট থাকলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আর্সেনাল চারে। সমান ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।