কুড়িগ্রামে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হত্যা মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে, এদিন দুপুরে তাকে পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চেয়ারম্যান ছক্কু কোদাল কাটি ইউনিয়নে মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজিবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কুড়িগ্রাম সদর থানার হত্যা মামলায় ছক্কুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম থানায় পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঢাকা পোস্টকে বলেন, হত্যা মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।