হ্নীলা সীমান্তে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা, একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ একজন মাদক পাচারকারিকে আটক করেছে বিজিবি। বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপি এলাকার আনোয়ার প্রজেক্ট নামক স্থান দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদের প্রেক্ষিতে একটি টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ২ টার দিকে তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আনোয়ার প্রজেক্ট বরাবর নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিদের মধ্য থেকে ২ জন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
অপরজনকে বিজিবি টহলদল নৌকাসহ আটক করে। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে একটি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড গুলি এবং নৌকার পাটাতনে রক্ষিত দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়- সে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ'তে বসবাসরত মৃত সলিমুল্লার ছেলে মো. নূর রশিদ (২৫)। দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করে আসছে। সে ক্যাম্পের আবুল কালাম ডাকাতদলের একজন স্বক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।