পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২

ফাইল ছবি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বালগাটার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়।

বুধবার (১৩ নভেম্বর) দেশটির বেলুচিস্তানের কেচ জেলায় নিরাপত্তা বাহিনী সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এতে মোস্ট ওয়ান্টেড একজনসহ চার সন্ত্রাসী নিহত হন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শুরু করে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে চারজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে একজন সানা, যিনি বারু নামেও পরিচিত। এই ব্যক্তি মাজিদ ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আইএসপিআর তাকে ফোকাল রিক্রুটমেন্ট এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে কেচ জেলায় আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্য তার দায় রয়েছে বলা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযানের সময় অন্তত আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসব অভিযানে আহত হয়েছেন আরও ছয়জন। 

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সফলভাবে জঙ্গিদের আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে। যার ফলে আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। বাকি জঙ্গিদের নির্মূল করতে এলাকায় তল্লাশি অভিযান চলছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।