বৈরী আবহাওয়া: শিমুলিয়া-কাঠাঁলবাড়ী রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া: শিমুলিয়া-কাঠাঁলবাড়ী রুটে নৌযান চলাচল বন্ধ

ফাইল ছবি।

বৈরি আবহাওয়ার কারনে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।

এছাড়া নাব্য সংকটের কারণে আগে থেকেই বন্ধ রয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় বৃহস্পতিবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। সন্ধ্যায় বন্ধ হয়ে যায় স্পিডবোট চলাচলও। শুক্রবার সকাল পর্যন্ত নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে ঘাট বিআইডাব্লিটিএ সূত্রে জানা গেছে। 

এ নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৪ শতাধিক স্পিডবোট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ পারাপার হয়ে থাকে।