হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে কলম্বিয়াকে হারাল উরুগুয়ে

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে কলম্বিয়াকে হারাল উরুগুয়ে

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইপর্বে শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল উরুগুয়ে। এ জয়ে কলম্বিয়াকে টপকে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। 

শনিবার ভোর ৬টায় মন্টোভিডিওতে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক উরুগুয়ে। ১০১ মিনিটে গোল করে মার্সেলো বিয়েলসার শিষ্যরা টানা চতুর্থ জয় তুলে নেয়।

ম্যাচের ৩১ মিনিটে হুয়ান ফার্নান্ডো কুইনটেরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। তবে ৫৭ মিনিটে কলম্বিয়ার ডেভিনসন স্যানচেজের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে উরুগুয়ে। ৩ মিনিট পরই আরও এক গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে রদ্রিগো অ্যাগুইরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

৯৬ মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান ২-২ করে কলম্বিয়া। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত নিজেদের সমতায় রাখতে ব্যর্থ হয় সফরকারীরা। উরুগুয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যানুয়েল উগার্তে কাছ থেকে নেওয়া শটে স্তব্ধ হয়ে যান অতিথি দলের দর্শকরা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে দেশে ফিরতে হয় কলম্বিয়াকে।

লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসিরা।  সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।