যশোর শহরে টাওয়ার লাইট স্থাপন

যশোর শহরে টাওয়ার লাইট স্থাপন

ছবি : প্রতিনিধি

টিআই তারেক: যশোর পৌরসভার উদ্যোগে শহরের দুটি স্থানে টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

প্রথম ধাপে দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে। উদ্বোধনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খানসহ অন্যান্যরা।  

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ সাংবাদিকদের জানান, ১৫ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে দড়াটানা এবং খুলনা বাসস্ট্যান্ডে টাওয়ার লাইট দুটি স্থাপন করা হয়েছে। দড়াটানা মোড়ে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৫০ ফুট। এতে ৩০০ ওয়ার্ডের পাঁচটি এলইডি সার্চলাইট বসানো হয়েছে। পরবর্তীতে আরও লাইট একটি লাইট বসানোর পরিকল্পনা রয়েছে।

খুলনা বাসস্ট্যান্ডে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৬০ ফুট এতে ৩০০ ওয়ার্টের ছয়টি লাইট বসানো হয়েছে। পর্যায়ক্রমে শহরের প্রবেশপথ পালবাড়ি, মুড়লী, চাঁচড়া চেকপোস্ট মোড়ে টাওয়ার লাইট স্থাপন করা হবে বলে জানান তিনি।