ত্বক ও চুলের যত্নেও অপরাজিতা ফুলের ব্যবহার

ত্বক ও চুলের যত্নেও অপরাজিতা ফুলের ব্যবহার

ছবিঃ সংগৃহীত।

চমৎকার নীল রঙের অপরাজিতা ফুলের রয়েছে অনেক ঔষধি গুণ। ফুলটির শুকনো পাপড়ি দিয়ে তৈরি করা যায় নানা রকম পুষ্টিকর পানীয়। তবে অনেকেই জানেন না ত্বক ও চুলের যত্নেও অপরাজিতা ফুলের ভূমিকা রয়েছে।

ত্বকের তারুণ্য ধরে রাখতে পারে অপরাজিতা ফুল। ‘অ্যান্টি-গ্লাইকেশন’ বা ত্বকের তারুণ্য ধরে রাখার মতো যথেষ্ট উপাদান রয়েছে অপরাজিতা ফুলে। যা ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না।

ত্বক টান টান রাখার জন্য শরীরের নিজস্ব প্রোটিন যেমন কোলাজেন, ইলাস্টিনের পরিমাণ ভালো হওয়া প্রয়োজন। অপরাজিতা ফুলে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের কোলাজেন উৎপাদন করার যে নিজস্ব প্রক্রিয়া, তা উদ্দীপিত করতে সাহায্য করে।

অপরাজিতা ফুল ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। এই ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিক্যালের থেকে ত্বকের ক্ষতি আটকাতে পারে।

ত্বকের অ্যালার্জি, র‌্যাশ কিংবা প্রদাহজনিত সমস্যা থেকে মুক্তি পেতে অপরাজিতা ফুল ব্যবহার করা যায়। কারণ অপরাজিতা ফুল অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর।

শুধু ত্বক নয়, চুলের জন্যও ভালো অপরাজিতা ফুল। মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এই ফুলটির যথেষ্ট অবদান রয়েছে। স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হলে নতুন চুল গজানোর কাজটিও সহজ হয়।

কীভাবে ব্যবহার করবেন অপরাজিতা ফুল?

ফুলের নির্যাস সংগ্রহ করে তা শুকিয়ে বাজারে বিক্রি করা হয়। ক্রিমের সঙ্গে মিশিয়ে নিতে পারেন এই নির্যাস। মাস্ক হিসেবেও তা ব্যবহার করা যায়। চুলের ক্ষেত্রে অপরাজিতা ফুলের নির্যাস দিয়ে তৈরি সিরাম মাখা যেতে পারে। অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা স্বাভাবিক তাপমাত্রা আসার পর চুল ধুয়ে ফেললেও উপকার পাবেন।