অস্ট্রেলিয়ায় ব্যাক্তিগত গ্লাভস-জার্সি দান করলেন রিজওয়ান
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ২০০২ সালে পর একের পর এক সফরে পাকিস্তান গেলেও ফিরতে হতো সিরিজ হারের বেদনা নিয়ে। তবে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ওয়ানডেতে সিরিজ জয়ের মধ্যে ২২ বছরের অপেক্ষা ঘুচল পাকিস্তানের। ওয়ানডেতে সিরজ জিতলেও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে ম্যান ইন গ্রিনরা। খারাপের মধ্যেও একটি ভালো খবর আছে পাকিস্তান ভক্তদের জন্য। দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজের জার্সি ও গ্লাভস দান করেছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সিডনিতে এটি দান করে আসেন রিজওয়ান।
জার্সি ও গ্লাভস দেওয়ায় রিজওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসসিজি ব্যবস্থাপকরা। ক্রিকেটের বৈশ্বিক ঐতিহ্য নিয়ে কাজ করছে তারা। এসসিজি এক পোস্টে জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ, মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পরে, পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তার এক জোড়া কিপিং গ্লাভস এবং একটি প্লেয়িং শার্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ড মিউজিয়ামে দান করেছেন।’
এই স্মারক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ৫৪ জন মাল্টিকালচারাল অ্যাম্বাসেডরের অন্যতম কামিল খান এবং এসসিজির ব্যবস্থাপক বার্নি লামেরটন। কামিল খান বলেন, ‘অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং জাদুঘরে এই বিশেষ মুহূর্তটি সংরক্ষণ করার জন্য এসসিজিকে আন্তরিক ধন্যবাদ। এরকম একটি আইকনিক মঞ্চে পাকিস্তানের ক্রিকেটিং স্পিরিট উদযাপন করা সত্যিই সম্মানের।’
এর আগে ওয়ানডে সিরিজ চলাকালীন বাবার আজম তার একটি ব্যাট দান করেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সংগ্রহশালায়। বাবর আজম তার সেই ব্যাটটি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন।