চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ২ জনের মৃত্যু
প্রতিকী ছবি
চট্টগ্রামে চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান। সোমবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
মৃত দুজন হলেন– ওমর ফারুক (২০) ও শাবানা (৩০)। তাদের মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার বাসিন্দা এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ জন সরকারি হাসপাতালে এবং ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত ৩ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৫৭ জন, নারী এক হাজার ১৭ জন এবং শিশু ৬৭০ জন আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, চট্টগ্রামে চলতি বছর ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৪ জন শিশু। জানুয়ারিতে ২ জন, মার্চে ১ জন, জুলাইয়ে ১ জন, আগস্টে ১ জন, সেপ্টেম্বরে ১১ জন, অক্টোবরে ৯ জন ও নভেম্বরে ১৪ জন ডেঙ্গুতে মারা যান।
আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৬৩ জন মহানগরের এবং ১ হাজার ২৮১ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোহাগাড়ায় ২০৮ জন। এ ছাড়া সাতকানিয়ায় ১৫২ জন, সীতাকুণ্ডে ১৮০, রাউজানে ১৫১, বাঁশখালীতে ৭৪, চন্দনাইশে ৮২, পটিয়ায় ৮৭, কর্ণফুলীতে ৬০ জন আক্রান্ত হয়েছেন।