আর্জেন্টিনার জার্সিতে খেলতে মেসির জন্য আলাদা নিয়ম

আর্জেন্টিনার জার্সিতে খেলতে মেসির জন্য আলাদা নিয়ম

লিওনেল মেসি

সাধারণত ক্লাব ফুটবলের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে ডাক পেয়ে থাকেন ফুটবলাররা। তবে এ ব্যাপারে আরও কঠোর অবস্থান নিয়েছেন লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে খেলতে হলে নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে হবে যথেষ্ট পরিমাণে। সেখানে দেখাতে হবে নিজের দক্ষতা। কিন্তু এই নিয়মের বাইরে থাকবেন কেবল একজন, তিনি হলেন লিওনেল মেসি।

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সেখানেই এ কথা জানান তিনি।

মূলত, গত কোপা আমেরিকার পর থেকে সূচি এতটা ঠাসা ছিল যে, আর্জেন্টিনা দল বাছাইয়ের ক্ষেত্রে চেনা ধারা অনুসরণ করেননি স্কালোনি। পেরুর ম্যাচের পর থেকে নিয়মিত ধারায় ফিরে যাবেন তিনি।

স্কালোনি বলেন, ওদেরকে ক্লাবের হয়ে খেলতে দেখা প্রয়োজন। কোপা আমেরিকার পর এই ছয়টি ম্যাচ ছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে। এজন্য বাইরে থেকে কাউকে আনার সময় খুব একটা ছিল না। কাপ জয়ের আনন্দে আমাদের ভাসিয়েছে যারা, মূলত তাদের দিয়েই চালিয়ে নিতে চেয়েছি আমরা।

‘তবে এখন থেকে সবাইকে খেলতে হবে ক্লাবে। তাদের খেলা দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারব কার ফুটবল কোন পর্যায়ে আছে। সবসময়ই অবশ্য এরকম হয়ে আসছে, শুধু এই সময়টা (গত ছয় ম্যাচ) ব্যতিক্রম ছিল।’

তবে মেসিকে এই নিয়মের বাইরে রাখতে চান স্কালোনি। তিনি বলেন, লিওর ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। সে সবসময়ই খেলবে। যখন সে বিশ্রাম নেবে (ক্লাবের হয়ে), তখনও খেলবে (জাতীয় দলে)। কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা হবে না, ওদের খেলার মধ্যে থাকাটা জরুরি।

মেসির ক্ষেত্রে আলাদা নিয়ম রাখার কারণ ব্যাখ্যা করে এই কোচ বলেন, লিওর গোটা বছরের দিকে যদি তাকান, প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। যাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে, এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার জন্য সবসময় শতভাগ থাকা কঠিন এবং এটায় আমি সমস্যা দেখি না, এটা স্বাভাবিকই। চোটের কারণে কিছুদিন বাইরে ছিল, এ ছাড়া সবসময় তো সে আমাদের সঙ্গে ছিলই।

গত বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক মেসি ক্লাবের হয়ে খেলার ফাঁকে নিয়মিতই খেলে চলেছেন আর্জেন্টিনার হয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ছয় গোল করে শীর্ষে আছেন তিনি। সহায়তা করেছেন দুটি গোলে। এ ছাড়াও ইন্টার মায়ামির হয়ে ২২ ম্যাচ খেলেছেন তিনি।

তিনি আরও বলেন, যেহেতু আইনের প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে সঠিকভাবে একটি নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করবে এটাই আশা করি।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় উচ্চ আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি।

এর আগে গত ২৫ জুন বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।