লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র; ব্রাজিলে গ্রেফতার ৫

লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র; ব্রাজিলে গ্রেফতার ৫

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে দেশটিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন সেনাসদস্য ও একজন পুলিশ কর্মকর্তা।

২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দা সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের মধ্যে চারজন সৈনিক এবং একজন পুলিশ কর্মকর্তা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিবিসি বলছে, গ্রেফতারকৃতরা প্রেসিডেন্টের অভিষেকের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তার ভাইস-প্রেসিডেন্ট রানিং-মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেসময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যাবধানে পরাজিত করেছিলেন। যদিও বলসোনারো কখনোই প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি।