৬৫০ সিসির স্ক্র্যাম্বলার বাইক আনল কোম্পানি
ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাম্বলার বাইকের চাহিদা বেড়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের কোম্পানি বিএসএ আনল ৬৫০ সিসির নতুন স্ক্র্যাম্বলার বাইক। মডেল বি৬৫ স্ক্র্যাম্বলার। যা বিএসএ গোল্ডস্টার ৬৫০ মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে থাকছে অনবদ্য কিছু ফিচার।
ডিজাইনের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে গ্রিলসহ একটি ছোট হেডল্যাম্প এবং হাই সেট ফ্রন্ট ফেন্ডার। এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে একটি বার এন্ড মিরর এবং ব্রেসসহ চওড়া হ্য়ান্ডেলবার। আবার সাইড প্যানেলে একটি নম্বর প্লেট রয়েছে। যেমন রয়েল এনফিল্ড বিয়ার ৬৫০ মডেলে দেখা যায়।
বি৬৫ স্ক্র্যাম্বলার মডেলের বাইকে রয়েছে একটি রিবড প্যাটার্ন ফ্ল্যাট সিট। বিএসএ তাদের এই বাইকে দুইটি কালার অপশন উপলব্ধ রেখেছে – হোয়াইট এবং ইয়েলো/গ্রে। হার্ডওয়্যারের মধ্যে দেওয়া হয়েছে ১৯-১৭ ইঞ্চি স্পোক হুইলের সঙ্গে পেরেলি স্কোরপিয়ন র্যালি এসটিআর টায়ার। যেখানে গোল্ডস্টারের তুলানায় এর সিট হাইট ৪০ মিমি বেশি।
এই বাইকে শক্তি উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৬৫২ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪৫.৬ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে দেওয়া হয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স।