পারমাণবিক হামলা প্রতিরোধী শেল্টার স্থাপন করছে রাশিয়া

পারমাণবিক হামলা প্রতিরোধী শেল্টার স্থাপন করছে রাশিয়া

ফাইল ছবি।

রাশিয়া পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় মোবাইল বোমা শেল্টার স্থাপন শুরু করেছে। কেইউবি-এম নামের এই বিশেষ আশ্রয়কেন্দ্রগুলো পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ, রেডিয়েশনের পাশাপাশি প্রচলিত অস্ত্রের বিস্ফোরণ, ধ্বংসাবশেষ, রাসায়নিক পদার্থ ও আগুনের মতো বিভিন্ন ঝুঁকি থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মোবাইল শেল্টারগুলো শুধু সামরিক হুমকি নয়, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপদ থেকেও নাগরিকদের সুরক্ষা দেবে। দেশটির সামরিক ও নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় শেল্টারগুলো একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এই শেল্টারগুলো দেখতে শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো ও সহজেই ট্রাকে পরিবহনযোগ্য। এগুলোতে দুটি মডিউল রয়েছে—একটি ৫৪ জন মানুষের জন্য থাকার জায়গা এবং আরেকটি প্রযুক্তিসংক্রান্ত ব্লক। এতে প্রয়োজনে আরও মডিউল যুক্ত করার সুযোগ রয়েছে। শেল্টারগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা যোগ করা সম্ভব। এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চলের বরফাচ্ছাদিত এলাকাতেও এগুলো স্থাপনযোগ্য।

যদিও এই পদক্ষেপ কোনও নির্দিষ্ট সংকটের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে পদক্ষেপটি এমন সময়ে নেয়া হলো যখন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে মস্কো দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন নীতিমালা অনুমোদন করেছেন, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার বিধিনিষেধ শিথিল করেছে। এই নীতি রাশিয়ার প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি কঠোর বার্তা প্রেরণ করেছে।

মোবাইল শেল্টার স্থাপনের মাধ্যমে রাশিয়া কেবল সামরিক সক্ষমতা প্রদর্শনই করছে না, বরং নাগরিক সুরক্ষার প্রতিও গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি রাশিয়ার জনগণকে পারমাণবিক হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে ও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।