বগুড়ায় আটা ও তেল ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় আটা ও তেল ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে আটা ও তেল ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে গুরুতর আহত ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।মৃত আজমল হোসেন (৩৮) উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, আটা ব্যবসায়ী আজমল পৌরসভা এলাকার ফোকপাল সড়কের মরাগাড়ি এলাকায় বসবাস করতেন।

তার বাড়িতেই আটা ও তেল ভাঙানো মেশিন রয়েছে। গত শনিবার কাজ করার সময় অসাবধানতায় মেশিনের ফিতায় জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত আজমলের ছোট ভাই আব্দুল হান্নান চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।