দুই কোম্পানির ইজিএমের তারিখ ঘোষণা
ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো—সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এনসিসি ব্যাংক পিএলসি।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদ পঞ্চম ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড সিস্টেমে ইজিএম হবে। বিশেষ সাধারণ সভার রেজুলেশনগুলো হলো: ১. কোম্পানির নিবন্ধিত নাম ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি’-তে পরিবর্তন করার প্রস্তাব। কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ১১৪, ১৩৫ এবং ১৬৯ নম্বর ধারা পরিবর্তন করা।
এনসিসি ব্যাংক: এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানির ১১তম ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ জানুয়ারি বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ইজিএম হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বিশেষ রেজ্যুলেশনের মাধ্যমে ব্যাংকের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের কিছু ধারার সংশোধনী অনুমোদনের লক্ষ্যে ইজিএম হবে।