আফগানিস্তানে আল কায়দার শীর্ষ নেতা আল মাসরি নিহত

আফগানিস্তানে আল কায়দার শীর্ষ নেতা আল মাসরি নিহত

আবু মুহসিন আল মাসরি

আফগানিস্তানে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।রাজধানী কাবুলে রোববার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আফগান বাহিনী এ হামলা চালায়।

আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হয় মিশরের নাগরিক আবু মুহসিন আল মাসরি ভারতীয় উপমহাদেশে ইসলামী জঙ্গি গ্রুপের দ্বিতীয় নেতা। গজনি প্রদেশে তাকে টার্গেট করা হয়।

অভিযান সম্পর্কে বিবৃতিতে আর কিছু উল্লেখ করা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বিভাগের একটি সূত্র বলছে, তালেবানের সাথে সম্পর্কিত আল মাসরির একজন সহকারীকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আল মাসরির আরেক নাম হুশাম আবল আল রউফ। তিনি যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের মোস্ট ওয়ানটেড টেরোরিরস্ট লিস্টে ছিলেন। যুক্তরাষ্ট্র তাকে গ্রেফতারে ২০১৮ সালে ওয়ারেন্ট ইস্যু করেছিল।

এদিকে আফগানিস্তানের দীর্ঘ দিনের সহিংসতা বন্ধে কাতারে তালেবান ও আফগান কর্তৃপক্ষের শান্তি আলোচনা চলার মধ্যেই এই হত্যাকাণ্ডের খবর এলো।