কুষ্টিয়ায় বিষাক্ত মদ পান করে ৩ যুবক মৃত্যু

কুষ্টিয়ায় বিষাক্ত মদ পান করে ৩ যুবক মৃত্যু

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর তাদের মৃত্যু হয়।

মৃত যুবকরা হলেন- খোকসা উপজেলার কালীবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

এদিকে পৃথক ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে কুষ্টিয়ার কাটদহ গ্রামের নবুপালের ছেলে নিখিল পাল (২৩) ও অজিত ঘোষের ছেলে ষষ্ঠী ঘোষ (২৪)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দেবী বিসর্জনের পর ওই তিনজন একসাথে অ্যালকোহল পান করেন। তারপর তারা সকলেই মঙ্গলবার সারাদিন অসুস্থ অবস্থায় নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরের দিকে তিনজনই মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তাপস কুমার পাল জানান, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।