মাস্ক না পরার শাস্তি রাস্তা পরিষ্কার!

মাস্ক না পরার শাস্তি রাস্তা পরিষ্কার!

ফাইল ছবি।

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব কিংবা বারবার হাত ধোয়ার মতোই জরুরি হল মাস্ক পরা। কিন্তু বারবার প্রশাসনিক স্তরে সতর্ক করার পরেও গাছাড়া মনোভাব নিয়ে চলতে দেখা যায় অনেককেই। মানুষকে সচেতন করতে অভিনব শাস্তির ব্যবস্থা করলো ভারতের মহারাষ্ট্র সরকার। শাস্তিস্বরূপ থাকছে রাস্তা পরিষ্কার।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, মাস্ক না পরে ট্রেনে চড়লেই ২০০ টাকা জরিমানা। আর সঙ্গে টাকা না থাকলে? তাঁদের দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করানো হবে! ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা এমন নিয়ম চালু করে দিয়েছে। এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও সেই নিয়মই লাগু হচ্ছে। জিআরপিকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকেই পালন করতে হবে এই নতুন নিয়ম। অন্য জনবহুল স্থানের ক্ষেত্রেও বলবৎ থাকবে নিয়মটি।