বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১২ লাখ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১২ লাখ

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে  ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৭ জন এবং মারা গেছে ১২ লাখ ১‌৯৩ জন।

আক্রান্তদের মধ্যে তিন কোটি ৩৪ লাখ ৮৩ হাজার পাঁচশ ১৬ জন সুস্থ হয়েছে। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে এক কোটি ১৬ লাখ ৯০ হাজার ৬৮ জন।

আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ৮৪ হাজার দু'শ ২১ জন এবং অন্যদের অবস্থা স্থিতিশীল। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পরেই যথাক্রমে ভারত, ব্রাজিল, রাশিয়া ও ফ্রান্স রয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে দুই লাখ ৩৬ হাজার ৭২ জন, ভারতে এক লাখ ২২ হাজার একশ ৪৯ জন, ব্রাজিলে এক লাখ ৫৯ হাজার নয়শ দুইজন এবং রাশিয়ায় ২৭ হাজার নয়শ ৯০ জন।

সূত্র : ওয়ার্ল্ডয়োমিটার