যশোরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি

আজ ৪ নভেম্বর ,সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অংগসংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। 

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে কালো ব্যাচ ধারন,কবর জিয়ারত,রক্তদান কর্মসূচী,দুঃস্থ ও গরীবদের মাঝে খাবার বিতরন,কোরআনে হাফেজ বাচ্চাদের মাঝে বস্ত্র বিতরন,দোয়া ,মোনাজাত ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের লাল দিঘী পাড়ের বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তদান কর্মসূচী এবং দুঃস্থ ও গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম,জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রাহমান সাগর,সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ জেলা বিএনপি ও এর অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ। পরে মৎস্যজীবী দলের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা সহ কোরআনে হাফেজ ছাত্রদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।

বিকালে শহরের বিডিহলে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।