নোয়াখালীতের আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘে আহত আ’লীগ নেতার মৃত্যু

নোয়াখালীতের আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘে আহত আ’লীগ নেতার মৃত্যু

ফাইল ছবি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল হক (৪৮) মারা গেছেন। এ 
ঘটনায় আব্দুর রহমান নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান। নিহত আব্দুল হক এওজবালিয়া ৮নং ওয়ার্ডের মৃত মমিন উল্যার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এরআগে বৃস্পিতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল হককে অবস্থা গুরুত্বর হওয়ায় নোয়াখালী সদর হাপাতাল থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় আর ১২ জনের মত আহত হয়। 
 
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সঙ্গে  দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে কথা কাটাকটির ঘটনায় দুই গ্রুপের করমুল্যা বাজারে সংঘর্ষ হয়।