নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে জরিমানা

নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে জরিমানা

জব্দকৃত নকল বিড়ি জন সমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রী, সরবরাহ এবং মজুদ করার অপরাধে নেত্রকোণা কলমাকান্দা উপজেলার ৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা উপজেলার সিধলী, নাজিরপুর ও রহিমপুর বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান ও জরিমানা আদায় করেন

 এ সময় নকল ব্যান্ড রোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দয়াল বিড়ি, পাখি বিড়ি ও আপন বিড়ি নামে আড়াই লাখ বিড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত বিড়ি জন সমক্ষে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির ফলে সরকার প্রচুর পরিমানে রাজস্ব হারাচ্ছে। রাজস্ব আদায় ও সঠিক বাজার ব্যবস্থাপনা বজায় রাখতে অভিযান চলমান থাকবে। অভিযানের অংশ হিসেবে আজ বিপুল পরিমানে নকল বিড়ি জব্দ, ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।