করোনায় আক্রান্ত সালাহ

করোনায় আক্রান্ত সালাহ

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানোর পর তা আবার মুছে ফেলা হয়।

যদিও মনে করা হচ্ছে প্রোটোকল মেনে ফুটবলারের নাম গোপন রাখতেই মুছে ফেলা হয়েছে প্রাথমিক ওই বিবৃতি। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল, ‘জাতীয় দলের ফুটবলারদের সাম্প্রতিক কোভিডি টেস্ট করা হয়েছিল তার রিপোর্টে আমাদের দলের ফুটবলার এবং লিভারপুল তারকা মোহামেদ সালাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর শরীরে কোনওরকম উপসর্গ নেই। তবে দলের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’ সালাহ আইসোলেশনে গিয়েছেন বলেও জানা যায় প্রাথমিকভাবে।

এর আগে সাদিও মানে, থিয়াগো আলকান্তারার মতো লিভারপুলের তারকা ফুটবলাররা আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। 

উল্লেখ্য, শনিবার ঘরের মাঠে আফ্রিকা নেশনস কাপের যোগ্যতা অর্জন পর্বে টোগোর মুখোমুখি মিশর। মঙ্গলবার টোগোর মাটিতে অ্যাওয়ে খেলবে সালাহর মিশর।