পাবনায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

পাবনায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী  প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর’র এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। পাবনা সদর উপজেলা পরিষদের শেখ শহিদুল্লাহ বাচ্চু মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারোফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা পাটচাষী সমিতির সভাপতি মোঃ শাহাদৎ আলী মুন্সী, জেলা পাট উন্নয়ণ কর্মকর্তা মামুনার রশিদ।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আযোজন করা হয়। 

কর্মশালায় ট্রেইনারগণ কৃষকদের হাতে কলমে পাট উৎপাদনের আধুনিক কলাকৌশল, অধিক ফলনের জন্য চাষের উপযুক্তকরণ, বীজ ব্যবহারের পদ্ধতিসহ বিভিন্ন কলাকৌশলের উপর বিশদভাবে শিক্ষা দেয়া হয়।