বেলজিয়ামে অচেতন না করে পশু কুরবানি করা যাবে না
ছবি সংগৃহিত।
অচেতন না করে পশু কুরবানি করা যাবে না, এমন আইনের জন্য ইউরোপের আদালতে যাচ্ছে বেলজিয়াম৷ এর প্রতিবাদ করেছেন ইহুদি ও মুসলিমরা৷ বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলে আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে অচেতন না করে পশু কুরবানি নিষিদ্ধ করা হচ্ছে৷ এর আগে দেশটির ফ্ল্যান্ডার্স অঞ্চলেও এ বছরের প্রথম দিন থেকে এ আইন প্রয়োগ করা হয়েছে৷ এতে অনেক মুসলিম ও ইহুদি মনে করছেন, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সেখানে কুরবানি বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে৷
গড়িয়েছে ইউরোপের আদালতে
স্থানীয় ইহুদিদের প্রতিবাদের মুখে ডাচ ভাষাভাষী ফ্ল্যান্ডার্স অঞ্চলে নেয়া সিদ্ধান্তটি এরই মধ্যে গড়িয়েছে ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিসে (ইসিজে)৷ বেলজিয়ামের সাংবিধানিক আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য ইসিজের শরণাপন্ন হয়েছে৷ শুনানি শেষে সিদ্ধান্ত হতে সর্বোচ্চ দুই বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তবে সিদ্ধান্ত যেদিকেই যাক, তা ইউরোপের অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে৷ ডেনমার্ক ও সুইডেন বিষয়টি আগেই নিষিদ্ধ করেছে৷ সেখানে পশু হত্যা করতে হলে তাকে আগে ‘অ্যানেস্থেসিয়া' দিতে হবে৷ জার্মানিতে এমন কোনো আইন নেই৷
ধর্ম পালনের স্বাধীনতা বনাম প্রাণি অধিকার
জার্মানিতে ইহুদিদের কেন্দ্রীয় কাউন্সিল বিষয়টির প্রতিবাদ জানিয়েছে৷ তাদের বক্তব্য এমন আইন ধর্ম পালনের স্বাধীনতা খর্ব করছে৷ ‘‘অ্যানেস্থেসিয়া ব্যবহার করার নীতিমালা যা এবার ওয়ালোনিয়াতেও কার্যকর হতে যাচ্ছে, এসবই হলো ইউরোপে ধর্মের স্বাধীনতা খর্ব করার পায়তারা,'' জার্মানির বার্তা সংস্থা ডিপিএকে বলেন কাউন্সিলের প্রেসিডেন্ট ইয়োসেফ শুস্টার৷ শুস্টার আশা করেন যে ইসিজে বিষয়টি ঠিকমত বিবেচনা করবে এবং আইনটি বাতিল করবে৷
তবে বিষয়টির বিরোধিতা করেন প্রাণি অধিকার সংরক্ষণকারীরা৷ বেলজিয়ামের প্রাণি অধিকার সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংগঠন গায়া৷ এর প্রধান মিখেল ফানডেনবোশ বলেন, ‘‘আমরা কোনো ধর্মীয় রীতির বিরোধী নই৷ শুধু বলছি, কুরবানির আগে অচেতন করে নিতে৷'' জার্মানির ফেডারেল নিউট্রিশন সেন্টারের মতে, জীবিবজ্ঞানের নিয়ম অনুসারে, ‘‘আগে অচেতন করে নিলে প্রাণীর মৃত্যুভয় কমে যায় এবং রক্তপাতের সময় ব্যথা কম লাগে৷''
পেছনে অভিবাসনবিরোধিতা?
সমালোচনাকারীরা আরো বলছেন, বেলজিয়ামে এ সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশটির রাজনীতিতে অতিডানপন্থি ফ্লেমিশ জাতীয়তাবাদীদের বাড়তে থাকা প্রভাব৷ তারা অভিবাসনবিরোধী৷ অতিডানপন্থি৷ গেল নির্বাচনে সর্বোচ্চ ১৬% ভোট পেয়ে বেলজিয়ামের সংসদে ২৫টি আসন দখল করেছে দক্ষিণপন্থি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স৷ রাজনীতিতে তাই এদের প্রভাবও বেড়েছে৷