যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

 যশোর প্রতিনিধি:যশোরের খোলাডাঙ্গায় অনির্ধারিত একটি ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৪৫) একজন টাইলস ব্যবসায়ী। যশোর শহরের ভোলা ট্যাংক রোডে তার 'এসএ ট্রেডার্স' নামে একটি দোকান রয়েছে।
রেল পুলিশের উপপরিদর্শক তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাড়ি থেকে ব্যবসায়ী আব্দুর রহমান যশোর শহরে আসছিলেন। খোলাডাঙ্গার ধোপাখোলা এলাকায় অনির্ধারিত ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে কুড়িগ্রামের চিলাহাটিগামী রকেট ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক সৌরভ হোসেন জানান, বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনের ধাক্কায় আহত আব্দুর রহমানকে হাসপাতালে আনা হয়। তার হেলমেট পরিহিত মাথার তিন স্থানে ট্রেনের ধাক্কায় গভীর ক্ষত ছিল, এছাড়া হাত-পাসহ শরীরের অন্যান্য স্থানের আঘাতও ছিল গুরুতর। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।