আগামী বছরের মধ্যেই বৈষম্য বিলোপ আইন

আগামী বছরের মধ্যেই বৈষম্য বিলোপ আইন

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী বছরের (২০২১) মধ্যেই ‘বৈষম্য বিলোপ আইন’ করা হবে বলে  ।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ভার্চুয়াল সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এবার দিবসের প্রতিপাদ্য- ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার।

আনিসুল হক বলেন, ‘বৈষম্য বিলোপ আইন আগামী বছর আইন হিসেবে রূপান্তরিত হবে দেখতে পাবেন। আমি আপনাদের কথা দিতে পারি, কারণ এটা শেষ ধাপে এসেছে। আগামী বছর লেজিসলেটিভ ফর্মালিটিজগুলো সম্পন্ন করার বছর। আমি ওই বছরই লেজিসলেটিভ ফর্মালিটিজগুলো কমপ্লিট করে দেব।’

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার মানবাধিকারের মূল্যবোধগুলো অত্যন্ত নিবিড়ভাবে উপলব্ধি করে ধারণ করে। আমরা মানবাধিকার নিয়ে গতানুগতিকভাবে যেভাবে চিন্তা করছিলাম করোনাভাইরাস আজকে সেই গতানুগতিক চিন্তাধারা বদলে দিয়েছে। সেজন্যই মনে হয়, ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ স্লোগান আবিষ্কৃত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মানবাধিকারের লঙ্ঘনগুলো আমরা দেখছি সারা বিশ্বে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে হচ্ছে। সেগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মকর্তারা বক্তব্য দেন।