বেড়া ও ঈশ্বরদী উপজেলা উপনির্বাচনে আ’লীগের বাবু ও নায়েব আলী বিজয়ী

বেড়া ও ঈশ্বরদী উপজেলা উপনির্বাচনে আ’লীগের বাবু ও নায়েব আলী বিজয়ী

রেজাউল হক বাবু-নায়েব আলী বিশ্বাস।

পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দু’প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ দু’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেড়া উপজেলার চেয়ারম্যান পদে ৯৭ হাজার ৯শ’ ৬ টি ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবু সেরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির রইচ উদ্দিন পেয়েছেন পেয়েছেন ৫ হাজার ৫শ’ ১১ ভোট। জাতীয় পার্টির আলী আহাদ পেয়েছেন  ৮শ’ ৮২ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আবজাল হোসেন পেয়েছেন ২৫৩ ভোট। তবে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ভয়ে তিনি নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে পড়ার ঘোষণা দিয়েছিলেন। 

একই দিনে ঈশ্বরদী ঈশ্বরদী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ৯৭ হাজার ২শ’ ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমল হোসেন সুজন পেয়েছেন ২ হাজার ২ শ’ ১৭ ভোট। জাতীয় পার্টির গাওসুল আজম পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

উল্লেখ্য, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের গত ১০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস এমপি নির্বাচিত হওয়ার কারণে পদত্যাগ করায় পদটি শুন্য হয়। 

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে দু’টি উপজেলায়।