সবার উপস্থিতিতে হবে বইমেলা তবে সময় পাল্টাবে

সবার উপস্থিতিতে হবে বইমেলা তবে সময় পাল্টাবে

ফাইল ছবি।

বাঙ্গালীদের প্রাণের উৎসব অমর একুশে বই মেলা। বইপ্রেমী, লেখক ও প্রকাশক সকলের কাছে বই মেলা এক প্রাণের স্পন্ধন। কিন্তু  করোনার কারণে এবারের  বই মেলা ভার্চুয়ালি করার চিন্ত নিয়ে ছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। য়ার ফলে গভীর চিন্তায় পড়েছিল বইপ্রেমী,লেখক,প্রকাশক সকলেই্।  তবে  আজ ১৩ রবিবার ডিসেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভা শেষে জানা গেছে, বইমেলা আগের মতোই হবে। তবে তারিখ পরিবর্তন করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সাথে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

তারা আরো জানান, ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মত ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তীতে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।