জানুয়ারিতেই করোনার টিকা পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারিতেই করোনার টিকা পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বছেছেন ,আগামী জানুয়ারির যেকোনো সময় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে ।

আজ রবিবার(১৩ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সাথে টিকা সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা জানান।  

তিনি বলেন, তিন কোটি ডোজের প্রথম ধাপের ৫০ লাখ টিকা জানুয়ারিতে আসবে। এরপর প্রতি ধাপে ৫০ লাখ করে টিকা আসবে। অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকা ক্রয়সংক্রান্ত কাগজপত্র সই করা হয়েছে।  ভারতের সিরাম ইনস্টিটিউট এ কাগজপত্র ১৫ ডিসেম্বরের  মধ্যে পেয়ে যাবে।  আশা করছি জানুয়ারি মাসের কোনো এক সময় ভ্যাকসিন পাব। এর আগে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। দেশের ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের বিষয়ও আছে। আশা করছি, শিগগিরই অনুমোদন পাওয়া যাবে।