পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চাটমোহর পৌর মেয়রকে আ’লীগ থেকে অব্যাহতি

পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চাটমোহর পৌর মেয়রকে আ’লীগ থেকে অব্যাহতি

মির্জা রেজাউল করিম দুলাল

সিদ্ধান্তের বাইরে যাওয়ায় আওয়ামী লীগ নেতা চাটমোহর পৌর মেয়রকে অব্যাহতি এবং তার ছোট ভাই অপর আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে। আসন্ন চাটমোহর পৌর নের্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাবনার চাটমোহর পৌরসভার মেয়র ও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলালকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে অপরদিকে তার ছোট ভাইকে আওয়ামী লীগ নেতা জুয়েলকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে। সোমবার রাতে পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাটমোহর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষে আওয়ামী লীগের এই নেতা  ‘বিদ্রোহী প্রাথী' হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একইসাথে মির্জা দুলালের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় তার ছোট ভাই চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত কামাল জুয়েলকে ‘কেন তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে না’ মর্মে তিনদিনের মধ্যে তার জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের  ২৮ তারিখ পাবনার চাটমোহর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা), বিএনপির আসাদুজ্জামান আরসেদ (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী মির্জা রেজাউল করিম দুলাল (জগ), বিএনপির বিদ্রোহী অধ্যাপক আব্দুল মান্নান (মোবাইল)।