পাবনায় শৈতপ্রবাহ, তাপমাত্রা কমে ৭.৬ ডিগ্রী সেলসিয়াস

পাবনায় শৈতপ্রবাহ, তাপমাত্রা কমে ৭.৬ ডিগ্রী সেলসিয়াস

ছবি : প্রতিনিধি

পাবনার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ চলছে। শনিবার (১৯ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। মৃদু  শৈতপ্রবাহের কারণে এ অঞ্চলে শীত জেঁকে বসেছে।

ঈশ্বরদী আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক কর্মকর্তা মোঃ নাজমুল হক জানান, শনিবার (১৯ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যার শুক্রবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ১৫ দশমিক ৫ ডিগ্রী এবং সোমবার (১৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

প্রচন্ড শীতে সমস্ত প্রাণীকূল জড়োসড়ো হয়ে পড়েছে। বাতাসের আধিক্যতা থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে দিন মজুর, রিকশা-ভ্যান চালকরা নিদারুণ কষ্ট ভোগ করছে।