করোনামুক্ত হলেন জামাল ভূঁইয়া

করোনামুক্ত হলেন জামাল ভূঁইয়া

ফাইল ছবি

কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই কোভিড-১৯ পজেটিভ হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন কিনা তানিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

আনন্দের সংবাদ হলো, খুব দ্রুতই কোভিড-১৯ থেকে মুক্ত হলেন জামাল ভূঁইয়া। রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও জামাল ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।