ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার বিকাল ৪টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।  দীর্ঘ যাত্রার পর আজ বুধবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে তামিম-মাহমুদুল্লাহরা।  

এই সফরে ২০ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে আছেন আরও ১৫ সদস্যের কর্মকর্তা-কর্মচারি, কোচিং স্টাফ। কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে শুরু হবে কোয়ারেন্টাইন। দলের ঠিকানা হবে ক্রাইস্টচার্চের অদূরে লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টারে। সেখানে পালন করতে হবে ‍এক সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করবে বাংলাদেশ। এরপর করবে অনুশীলন।

সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।