কর্মী নিয়োগে প্রটোকল চূড়ান্ত করতে কুয়ালালামপুরকে ঢাকার অনুরোধ

কর্মী নিয়োগে প্রটোকল চূড়ান্ত করতে কুয়ালালামপুরকে ঢাকার অনুরোধ

কর্মী নিয়োগে প্রটোকল চূড়ান্ত করতে কুয়ালালামপুরকে ঢাকার অনুরোধ

মালয়েশিয়ার বাজারে নতুন বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধন করে প্রটোকল চূড়ান্ত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. সারাভানানের সাথে বৈঠককালে বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সরোয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণে চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি, বিদেশি কর্মীদের উন্নততর আবাসস্থল নিশ্চিত করা, কোভিড ভ্যাকসিন প্রদান, কোভিড পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনা প্রসঙ্গে আলোচনা হয়।এ সময় মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার, কাউন্সেলর (শ্রম) ও শ্রম শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ‘বাংলা টাইগার ডিজিটাল’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে।মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর সাথে সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা টাইগার ডিজিটাল’ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফী বিনতে শামস।এই উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডটলাইনস’ হাইকমিশনের টেকনোলজী পার্টনার হিসেবে কাজ করছে।

প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রবাসীরা সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকুরির আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন। এজন্য সেবাপ্রার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না।হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার স্বাগত বক্তব্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রবাসীদের সুবিধার্থে এটি ব্যবহারের পরামর্শ দেন।

সূত্র : ইউএনবি