স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অ্যাবকার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অ্যাবকার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অ্যাবকার

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)। সম্প্রতি এ উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

অ্যাবকার আহবায়ক ড. সাহাবুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ.এ.এম. মুজাহিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি জুলিয়া ইয়ু ঝু, অ্যাবকার প্রিপারেটরি সেক্রেটারিয়েট (পিএস) সদস্য ড. মো. শফিকুল ইসলাম, ডা. মো.আবু কাওছার স্বপন প্রমুখ। বক্তারা দুই দেশের সম্পর্কে উন্নয়নে অ্যাবকা কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে অ্যাবকার পিএস সদস্য ডা. নাজমুস সাকিব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২১ এর বিজয়ীদের নাম ঘোষণা করেন।