এবার পুড়ে গেলো খিলগাঁও বাজার
খিলগাওয়ে আগুন
রাজধানীতে অগ্নিকান্ডের ঘটনা থামছেই না। এবার পুড়ে গেলো রাজধানীর খিলগাঁও বাজার। রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগের মধ্যেই খিলগাঁও রেলগেইট সংলগ্ন কামারপট্টি বাজার আগুনে পুড়ে গেলো।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে ওই বাজারে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
মাহফুজ রিবেন বলেন, রেললাইনের পাশে ঘিঞ্জি ওই এলাকায় তিনটি মার্কেটে প্রায় ১৩শ দোকান রয়েছে। এর মধ্যে কয়েক ডজন দোকান আগুনে পুড়ে গেছে।
তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। হতাহতের কোনো খবরও তারা পাননি।
চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যুর এক মাসের মাথায় গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু রাজধানীর অগ্নিঝুঁকির বিষয়গুলো নতুন করে সামনে নিয়ে আসে।
তার দুই দিনের মাথায় গুলশানের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারটি সম্পূর্ণ পুড়ে যায়।