রাশিয়ার ১৮ দূতাবাসকর্মীকে বহিষ্কার করল চেক প্রজাতন্ত্র

রাশিয়ার ১৮ দূতাবাসকর্মীকে বহিষ্কার করল চেক প্রজাতন্ত্র

রাশিয়ার ১৮ দূতাবাসকর্মীকে বহিষ্কার করল চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র ঘোষণা করেছে যে, তারা রাশিয়ার দূতাবাসের ১৮ জন কর্মীকে বহিষ্কার করেছেন। ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের একটি গোলাবারুদের গুদামে সংঘটিত বিস্ফোরণে এসব ব্যক্তি জড়িত ছিলেন বলে চেক সরকার অভিযোগ করেছে।

চেক সরকার রোববার বলেছে, স্থানীয় গোয়েন্দাদের চিহ্নিত করা রুশ দূতাবাস কর্মীদের বহিষ্কার করা হবে। সাত বছরে আগে গোলাবারুদের ওই গুদামে বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়ার গুপ্ত বাহিনী এসভিআর এবং জিআরইউ জড়িত বলে মনে করছে চেক প্রজাতন্ত্র। ২০১৪ সালের ওই বিস্ফোরণে দুজন নিহত হন।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিস ও পররাষ্ট্রমন্ত্রী জ্যান হামাচেক এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ার জন্য কাজ করা এই গুপ্তবাহিনী বিস্ফোরণে জড়িত বলে সন্দেহ ছিল।প্রধানমন্ত্রী বেবিস বলেন, ২০১৪ সালের বিস্ফোরণে রুশ গুপ্তবাহিনী জড়িত ছিল, তদন্তে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে হামাচেক বলেন, রুশ দূতাবাসের কর্মীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তিনি বলেন, ‘দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমিই এই সিদ্ধান্ত নিয়েছি।’
সূত্র : পার্সটুডে