নাজমুল হোসেন শান্তোর ২য় টেস্ট ফিফটি

নাজমুল হোসেন শান্তোর ২য় টেস্ট ফিফটি

নাজমুল হোসেন শান্তোর ২য় টেস্ট ফিফটি

স্বাগতিক শ্রীলঙ্কার সাথে  দুই ম্যাচ টে্স্টে সিরিজের প্রথম টেস্টে  তামিম ইকবালে হাফ-সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারের ২য় হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিবেদন লেখার সময় শান্ত ৬৪ রানে অপরাজিত আছেন।  তার সাথে ব্যাটিংএ ৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশর সংগ্রহ ২ উইকেট হারিয়ে  ১৭৪ রান।

এর আগে সকালে  ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই বাংলাদেশ।  তবে শুরুতেই দর্লীয় ৮ রানের মাথায়  শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান।  বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডবলিউ হন তিনি। সাইফের আউটের পর শান্তকে সাথে নিয়ে চাপ সামলায় তামিম ইকবাল।  তামিম তুলে নেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি। তবে সেঞ্চুরি না করতে পারায় আক্ষেপ থেকে গেল তামিমের। নার্ভাস নাইনটিনে    বিশ্ব ফার্নান্দোর বলে আউট হয়ে  যান তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা