নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মিমমা তাবাস্সুম

নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মিমমা তাবাস্সুম

সহকারী অধ্যাপক মিমমা তাবাস্সুম-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সরকারী অধ্যাপক মিমমা তাবাস্সুম। সোমবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি আগামী তিন বছর বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সদ্য বিদায়ী চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সোহেল রানার স্থলাভিষিক্ত হলেন।

বিভাগটির নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মিমমা তাবাস্সুম বলেন, ‘শিক্ষক হিসেবে এখন স্বাভাবিক দায়িত্বটা আরেকটু বেড়ে গেছে। সুপরিকল্পিতভাবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। বিভাগটি আরও গবেষণামুখী করতে চাই। অর্পিত এ দায়িত্বটি যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, মিমমা তাবাস্সুম মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।