খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল-

রাজধানীর এভারকেয়ার হসপিটালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছে তাঁর ব্যাক্তিগত চিকিৎসক। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৭ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে আজকেও পরীক্ষা-নিরীক্ষা করেছে মেডিকেল বোর্ড। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তবে অধিকতর চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নেওয়া যেতে পারে।

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার যেসব পরীক্ষা গতকাল এবং আজ সকালে করানো হয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা সেগুলো রিভিউ করেছেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করে তার চেস্টের অবস্থা দেখেছেন। কিছু পরিমাণ ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে।’