পশ্চিমবঙ্গ : ১ জুলাই পর্যন্ত বাড়ল কড়া বিধিনিষেধ

পশ্চিমবঙ্গ : ১ জুলাই পর্যন্ত বাড়ল কড়া বিধিনিষেধ

পশ্চিমবঙ্গ : ১ জুলাই পর্যন্ত বাড়ল কড়া বিধিনিষেধ

কিছু নিয়ম শিথিল করলেও আগামী ১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ জারি থাকছে ৷ আজ নবান্নে এ কথা ঘোষণা করে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলেও এখনই বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হল না৷ তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷

রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি- বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না৷ নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য খুচরো বাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে৷ অন্যান্য সমস্ত দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷ পঞ্চাংশ শতাংশ বসার জায়গা নিয়ে চালু করা যাবে রেস্তোরাঁ এবং পানশালা৷