জার্মানিতে ছুরিকাঘাতে ৩ জনের প্রাণহানি

জার্মানিতে ছুরিকাঘাতে ৩ জনের প্রাণহানি

জার্মানিতে ছুরিকাঘাতে ৩ জনের প্রাণহানি

জার্মানির মধ্যাঞ্চলীয় উর্জবুর্গ শহরে ছুরিকাঘাতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় অস্ত্রধারী সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

দেশটির বাভারিয়া অঙ্গরাজ্যের শহর উর্জবার্গে শুক্রবার (২৫ জুন) বিকেলে হঠাৎ করেই ছুরি নিয়ে হামলা চালায় ২৪ বছর বয়সী এক সোমালীয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ হয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় যারা হতাহত হয়েছেন, তাদের কেউই হামলাকারীর পূর্বপরিচিত নয়। হামলার বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ এই সোমালিয়ানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সহিংস আচরণ ও অপকর্মের অভিযোগের বিষয়টিও নিশ্চিত করেছে উর্জবার্গের আইনশৃঙ্খলা বাহিনী। 

বায়ার্নের মিনিস্টার প্রেসিডেন্ট মার্কুস সোয়েডার ও রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হ্যারমান স্বজনহারাদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হামলাকারীর তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ১৮ জুলাই উর্জবার্গের কাছেই একটি আঞ্চলিক ট্রেনে ১৭ বছর বয়সী এক আফগান রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীর ছুরিকাঘাতে ৫ জন গুরুতর আহত হয়েছিলেন।