পাবনায় সাংবাদিক কলামিস্ট অঞ্জন ভট্টাচার্য্যরে ইন্তেকাল

পাবনায় সাংবাদিক কলামিস্ট অঞ্জন ভট্টাচার্য্যরে ইন্তেকাল

অঞ্জন ভট্টাচার্য্য

পাবনা প্রতিনিধি: পাবনা থেকে প্রকাশিত পাবনার বার্তার (অধুনাবিলুপ্ত) উপ সম্পাদক, কলামিস্ট ও চাটমোহর প্রেসক্লাবের সদস্য অঞ্জন ভট্টাচার্য্য মারা গেছেন। তিনি বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎক এবং বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়কও ছিলেন।

শুক্রবার (০২ জুলাই) সকাল ১১ টার দিকে তার কর্মস্থল হোমিওপ্যাথ চেম্বারে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অঞ্জন ভট্টাচার্য্য হঠাৎ করে বাড়ি থেকে নিজের বাসা থেকে হোমিও চেম্বারে যাওয়ার পথে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি তার স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য প্রশংসক, সহকর্মী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহরের সাংবাদিকসহ বিভিন্ন পেশাদার ব্যক্তির মধ্যে শোকের ছায়া ফেলেছে। তার মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।