যশোর করোনায় ১৩ জনের মৃত্যু

যশোর করোনায় ১৩ জনের মৃত্যু

যশোর করোনায় ১৩ জনের মৃত্যু-

যশোর প্রতিনিধি: কঠোর লকডাউনের ৩য় দিন আজ। যশোরে করোনা পরিস্থিতি কোন ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বেশীরভাগ রোগী একদম শেষ মুহুর্তে হাসপাতালে চিকিৎসা নিতে আসায় তাদেরকে সঠিকভাবে চিকিৎসা শুরুর আগেই তারা মারা যাচ্ছেন বলে জানান ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।

তিনি আরও জানান,হাসপাতালে আসা বেশীরভাগ রোগীই গ্রামের। বর্তমানে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারো বেড সংখ্যা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে হাসপাতালে। তবে অন্যান্য রোগীদের খুব বেশী হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন না হলে তাদেরকে বাড়ীতে থেকেই চিকিৎসা নিতে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৩০ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭২ জন। এছাড়া ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।