পরবর্তী দশকে পৃথিবীকে বন্যায় ভাসাবে চাঁদ!

পরবর্তী দশকে পৃথিবীকে বন্যায় ভাসাবে চাঁদ!

পরবর্তী দশকে পৃথিবীকে বন্যায় ভাসাবে চাঁদ!-

অত্যন্ত উদ্বেগজনক খবর দিল নাসা। তারা জানিয়েছে, আগামী দশকে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় প্রবল বন্যা হবে। এর জন্য দায়ী উষ্ণায়ন নয়, বরং চাঁদ। হ্যাঁ, রাতের আকাশে ‘রোম্যান্টিক’ উপস্থিতি দিয়ে যুগের পর যুগ মানুষের কল্পনার সঙ্গী চাঁদের প্রভাবেই ১০ বছর পর ঘন ঘন বন্যা হবে।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীকে বড্ড অস্থিরভাবে প্রদক্ষিণ করছে চাঁদ। এমনিতেই পৃথিবীর মতোই খানিকটা কাত হয়ে নিজের অক্ষের চারদিকে ঘোরে চাঁদ, সেই সঙ্গে প্রদক্ষিণ করতে থাকে পৃথিবীকে। প্রদক্ষিণের রাস্তায় একটি ১৮ বছরের চক্র রয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহটির। এর মধ্যে ৯ বছর চাঁদের প্রভাবে পৃথিবীতে জোয়ারের প্রাবল্য ভাটার চেয়ে বেশি অনুভূত হয় এবং বাকি ন’ ঠিক তার বিপরীত।

নাসা বলছে, এখন ভাটার প্রাবল্য বেশি। কিন্তু তিনের দশকে বেড়ে যাবে জোয়ারের প্রাবল্য। বেড়ে যাবে সমুদ্রের জলস্তর। ফলে উপকূলবর্তী শহর-গ্রাম সব ভেসে যাবে। আতঙ্ক আরও বাড়ছে কারণ, একবার দু’বার নয়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বার বার এবং ঘনঘন। -আজকাল