তুরস্কে আকস্মিক বন্যা, নিহত বেড়ে ২৭

তুরস্কে আকস্মিক বন্যা, নিহত বেড়ে ২৭

তুরস্কে আকস্মিক বন্যা, নিহত বেড়ে ২৭

তুরস্কে দাবানলের পর আবারও নতুন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। এ নিয়ে চলতি মাসে দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো তুরস্ক। 

দেশটির দক্ষিণাঞ্চলের বহু এলাকা দাবানলে বিপর্যস্ত হয়েছে। দুই সপ্তাহ ধরে সেখানে আগুন নেভাতে গিয়ে হিমশিম অবস্থায় তুরস্ক কর্তৃপক্ষ। এরমাঝেই দেখা দিলো আকস্মিক বন্যা। আজ শুক্রবার তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কাস্তামনু প্রদেশে বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে বন্যায় প্রাণ গেছে আরো দুইজনের। বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। সেখানে হেলিকপ্টার ও নৌকায়করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তারা আরো জানান, বন্যার কারণে একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ আরো ৭৪০ জন আটকা পড়েছেন। বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। এখনো ৩৩০টির মতো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ৫টি সেতু ভেঙে গেছে বন্যার পানির তোড়ে, তলিয়ে গেছে বহু সড়ক।

সূত্র: আনাদেলু এজেন্সি।